চান্দগাঁওয়ে দুঃস্থদের পাশে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র

45

চান্দগাঁও এলাকার পাঠানিয়া গোদা, শরাফত উল্লাহ পেট্রোল পাম্প ও চন্দ্রিমা আবাসিকে গত ৩ মে শতাধিক দুঃস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র। এসময় সংগঠনের সভাপতি ইতিহাসবিদ সোহেল মো: ফখরুদ দীন এর নেতৃত্বে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: ইউনুস কুতুবী, ডাঃ মোঃ জামাল উদ্দিন, মাস্টার আবুল হোসেন, মাওলানা রেজাউল করিম, ডাঃ এইচ এম মুবিন সিকদার, স.ম জিয়াউর রহমান, আলমগীর বঈদী, সমীরণ পাল, নুরুল ইসলাম। এসময় নেতৃবৃন্দরা বলেন, সমাজের সকল মানুষ নিজেদের সাধ্যমত দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এলে সমাজ পরিবর্তন সম্ভব। তারা সকল মানুষকে মানবিক কল্যানে এগিয়ে আসার আহব্বান জানান। সংগঠনের ধারাবাহিক করোনা সংকট সহায়তা কর্মসূচীর ১৮ তম দিনে প্রতিদিনের মতো ১০০ দুঃস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি