চমেক হাসপাতাল ডাক্তারদের সম্মানে রেড ক্রিসেন্টের ইফতার

29

চলমান করোনা পরিস্থিতিতে দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। বৈশ্বিক মহামারী মোকাবেলায় তাদের কর্মপরিধি ও ঝুঁকির মাত্রা অকল্পনীয় হারে বেড়েছে। জীবনের ঝুঁকি নিয়েই সেবার কাজে দিন-রাত এক করে দিচ্ছেন তারা। তাদের সম্মান জানিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পবিত্র রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিসেন্ট চট্টগ্রাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ ছালাম, চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার ও সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার এর সার্বিক তত্ত্বাবধাণে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সালের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৯নং ওয়ার্ডের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য যুব স্বেচ্ছাসেবকদের দ্বারা তৈরী করা ইফতার নিয়ে হাজির হয় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের একটি স্বেচ্ছাসেবক টিম। এছাড়া কোভিড-১৯ প্রতিরোধের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী, চকবাজার, বন্দর, পাঁচলাইশ, ডাবলমুরিং, খুলশী, পতেঙ্গা, কর্ণফুলী, চান্দগাঁও থানা সহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভোক্তভোগীদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁঁছিয়ে দেয় রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা। এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, সিনিয়র যুব সদস্য জ্যৌতির্ময় ধর, কার্যকরী পর্ষদ সদস্য ও স্বেচ্ছাসেবকরা। বিজ্ঞপ্তি