চবি জাদুঘরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

3

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চবি জাদুঘরের উদ্যোগে ২ আগস্ট চবি জাদুঘর সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার একটি সোনালু গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ ছাড়া চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে একটি পলাশ গাছের চারা এবং চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ একটি চম্পা গাছের চারা রোপন করেন।