চবি ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী

57

‘স্মৃতিময় ক্যাম্পাসে প্রীতির বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের ২য় পুনর্মিলনী । দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়জীবনের বন্ধুদের সাথে পেয়ে প্রাণের উৎসবে মেতে উঠেছিলেন একঝাঁক মেধাবী। গত বৃহষ্পতিবার শীতের বিকালে চারুকলা ইনস্টিটিউটে বসে এই মিলনমেলা। বণ্যাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, আবৃত্তি ও গানে জমে উঠে পুরো আয়োজন। এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও পুনর্মিলনী উৎযাপন পরিষদের আহবায়ক ব্যাংকার মোহাম্মদ আবদুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কবি ও খ্যাতিমান কথাশিল্পী প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)। বিশেষ অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুলতান আহমেদ, চবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শহিদ উল্লাহ প্রমুখ।উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ফ ম আমিনুল হক, প্রফেসর ড. হাফেজ মুহাম্মদ বদরুদ্দোজা, প্রফেসর ড. আহমদ আলী, প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, প্রফেসর ড. আ ন ম আবদুল মাবুদ, সহযোগী অধ্যাপক ড. মমতাজ উদ্দীন কাদেরী, সহযোগী অধ্যাপক ড. নূরুল আমিন নূরী, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক মোজাদ্দাদী, সহকারী অধ্যাপক মুহাম্মদ মুরশেদুল হক, সহকারী অধ্যাপক মুহাম্মদ নসিম, ডিপুটি রেজিস্ট্রার শামসুল আলম, সেকশন অফিসার আশরাফুল মওলা, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান এলামনাই সদস্যরা। এলামনাই এসোসিয়েশনের ২০১৮-২০১৯ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন মুহাম্মদ আসিফ সাইফুদ্দিন চৌধুরী। ১২ দফা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এলামনাই সাধারণ সম্পাদক ব্যাংকার আব্দুল আজিম। এছাড়া এলামনাইয়ের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সেশন প্রতিনিধিবৃন্দ, এলামনাই সদস্যবৃন্দ, ইসলামিক স্টাডিজ সমিতির সদস্যবৃন্দ, বর্তমান শিক্ষার্থী বিভাগের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, এলামনাই প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্ত প্লাটফর্ম। এই প্লাটফর্মে দাঁড়িয়ে সমাজের কল্যাণে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনীর সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি