চন্দনাইশ বৈলতলীর গৃহবধুর আত্মহত্যা

39

চন্দনাইশ উপজেলার পশ্চিম বৈলতলীর প্রবাসী মনছফ আলীর স্ত্রী গৃহবধু আফরোজা সুলতানা (৩৩) পারিবারিক কলহের জের ধরে নগরীর ছৈয়দ শাহ রোডস্থ বাসায় বৈদ্যুতিক ফ্যানের সাথে পরনের শাড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে। গত ১২ ফেব্রুয়ারি বিকালে পারিবারিক কলহের জের ধরে ৩ সন্তানের জননী নগরীর ছৈয়দ শাহ রোডস্থ নিজ বাসায় বৈদ্যুতিক ফ্যানের সাথে পরনের শাড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে।
পরে তার স্বজনেরা পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় আফরোজার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বাকলিয়া থানা ১টি অপমৃত্যু মামলা দায়ের করা হয় বলে জানা যায়। আফরোজা বৈলতলী জাফরাবাদের নুরুল আমিনের মেয়ে। তার সাথে ১২ বছর পূর্বে পশ্চিম বৈলতলীর আবদুল গণির ছেলে প্রবাসী মনছফ আলীর সাথে বিয়ে হয়। তাদের ঘরে ১০ বছরের বোরহান, ৮ বছরের আকিল ও ৬ বছরের মারওয়া নামে ৩টি সন্তান রয়েছে। আফরোজার মৃত্যুতে এ সকল সন্তানেরা মা হারিয়ে শোকে বিহব্বল।
গত ১৩ ফেব্রুয়ারি আফরোজার লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে। বিকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাটহাজারীতে ইসলামিক ফ্রন্ট সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিনের মনোয়নপত্র সংগ্রহ

ইসলামিক ফ্রন্ট সমর্থিত হাটহাজারীতে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রসেনা সাবেক ছাত্রনেতা লায়ন কাজী মোহাম্মদ আলাউদ্দিন আজাদ গত ১৪ ফেব্রæয়ারি উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।


এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট উত্তর জেলা সভাপতি অধ্যাপক আলহাজ ছৈয়দ হাফেজ আহমদ, উপজেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দীন খানসহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি