চন্দনাইশে ১ ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না: নজরুল ইসলাম চৌধুরী

9

চন্দনাইশ প্রতিনিধি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চন্দনাইশে এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। সরকার কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প দিয়ে কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় চন্দনাইশে ৬৫ কি.মি খাল খননের প্রকল্প হাতে নেয়া হয়েছে। আধুনিক কৃষির বাস্তবায়নে এই প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রান্তিকদের কৃষকদের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দিতে এই প্রকল্পগুলো বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষের তদারকির উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি বলেন, খালের দু’পাড়ে সিডিউল অনুযায়ী ১০ ফুট চওড়া সড়ক নির্মাণের জন্য আলাদা প্রকল্প দিয়ে ব্রিক সলিং করবেন বলে জানান। উপজেলার বরকলে হাওনখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
গতকাল ২২ মার্চ সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি চট্টগ্রামের অধীনে বরকল হাওনখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠান বিএডিসি চট্টগ্রাম রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ফাতেমা আকতার জেনীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, বিএডিসি দোহাজারী জোনের সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, চেয়ারম্যান যথাক্রমে আবদুল রহিম চৌধুরী, এড. খোরশেদ বিন ইছহাক, খোরশেদ আলম টিটু, এস. এম সায়েম, আ.লীগ নেতা সাইফুল রহমান, ফরিদুল ইসলাম, যুবলীগ নেতা তৌহিদুল আলম, এস. এম. মুসা তসলিম, মুরিদুল আলম মুরাদ, আনসারুল হক, হেলাল উদ্দিন প্রমুখ।