চন্দনাইশে প্রজেক্টে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

24

চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলা এলাকায় মৎস্য প্রজেক্টে বিষ দিয়ে ৫ লাখ টাকা মুল্যের মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে দু®কৃতিকারীরা চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলা ছিকন খালের পাশে ১০০ শতক জায়গার উপর মৎস্য প্রজেক্টে বিষ দিয়ে গলদা চিংড়ি, ব্রিগেট, রুই, কাতলা, কার্পু ও বিভিন্ন প্রজাতির ১০ পদের অধিক মাছ মেরে ফেলে। এতে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রজেক্টের মালিক মো. নাছির উদ্দীন ও মোহাম্মদ শফি। তারা জানান, প্রতি বছরের জন্য ২৫ হাজার টাকায় খাজনা দিয়ে ১০০ শতক মৎস্য প্রজেক্ট নেয়। মৌসুমের প্রথম দিকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়ে এ প্রকল্পে মাছগুলো পরিচর্যার মাধ্যমে এক পর্যায়ে আসার পর দুস্কৃতিকারীরা রাতের অন্ধকারে শত্রুতা বশত বিষ দিয়ে আনুমানিক ৮ মন চিংড়ি ও অন্যান্য প্রজাতির মাছসহ ৫ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। এব্যাপারে অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন তারা।