চন্দনাইশে দেশীয় অস্ত্রসহ ডাকাত মুুজিব গ্রেফতার

0
চন্দনাইশে দেশীয় অস্ত্রসহ ডাকাত মুুজিব গ্রেফতার

 

চন্দনাইশ উপজেলার বৈলতলী জাফরাবাদ এলাকা থেকে দেশীয় তৈরি অস্ত্র, ২ রাউন্ড কার্তুজসহ ডাকাত মুজিবকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। গত ২০ জানুয়ারি রাতে বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে বৈলতলী জাফরাবাদের মৃত আবদুল মালেকের ছেলে মো. মুজিব, প্রকাশ ডাকাত মুজিব (৩৯) কে সাতকানিয়া থানার খাগরিয়া বাজার থেকে আটক করে। এস আই সুজায়েত হোসেন জানান, বর্নিত মামলার ঘটনাস্থলে ব্যবহৃত অস্ত্র ও গুলি সংক্রান্তে ডাকাত মুজিবকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডাকাত মুজিব স্বীকার করে তাহার বসত ঘরের শয়ন কক্ষে খাটের নিচে চিড়ানো কাঠের মধ্যে অস্ত্র ও গুলি রয়েছে। তার দেয়া তথ্যমতে গত ২১ জানুয়ারি দুপুরে উপজেলার বৈলতলী জাফরাবাদ ডাকাত মুজিবের ঘরে অভিযান চালিয়ে তার নিজ হাতে বের করে দেয়া একটি দেশীয় তৈরী সচল অস্ত্র, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে জব্দ তালিকা করে আসামী ডাকাত মুজিবের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। গত ২১ জানুয়ারি আসামি ডাকাত মুজিবকে আদালতে প্রেরণ করা হয়। থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার বলেছেন, ডাকাত মুজিব থেকে অস্ত্র, গুলি উদ্ধার করার পাশাপাশি তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে বলে জানান।