চট্টগ্রাম রোটারি সেন্টারের কার্যক্রম শীঘ্রই শুরু হবে

41

চট্টগ্রাম রোটারি সেন্টার নির্বাহী কমিটির এক সভা ‘জুম’ অনলাইনের মাধ্যমে গত ২ মে শনিবার বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়। কমিটির ১৫ জনের মধ্যে ১৩ জন সভায় অংশ নেন। রোটারি সেন্টার সভাপতি মোহাম্মদ মুসলিমের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি দেবদুলাল ভৌমিকের সঞ্চালনায় সিলেট থেকে অংশগ্রহণ করেন রোটারি জেলা গভর্নর ও সেন্টার এক্সিকিউটিভ কমিটির সদস্য এম আতাউর রহমান পীর। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি এ এম হান্নান। মতামত ব্যক্ত করেন সেন্টারের ট্রেজারার ফয়সাল আজিম, যুগ্ম সম্পাদক শায়লা মাহমুদ, নির্বাহী সদস্য খায়রুল মোস্তফা, মুজিবুর রহমান, এস কে আজিম পিন্টু, খনরঞ্জন রায়, সামিনা ইসলাম, সুদীপ কুমার চন্দ ও মিজানুর রহমান। সভায় লগডাউন শিথিল হওয়ার সাথে সাথে স্টাফ নিয়োগ, এসি-ফ্যান ক্রয় ও কিছু ফার্ণিচার সংযুক্ত করে কিছু বকেয়া ও লোন পরিশোধ করে সেন্টারের অনানুষ্ঠানিক যাত্রা শুরু করে জুনের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত হয়। এ পরিপ্রেক্ষিতে সেন্টার এক্সিকিউটিভ কমিটির ১৫ জনে গড়ে এক লাখ টাকা করে লোন বা দুইজন আজীবন সদস্য সংগ্রহের মাধ্যমে সহযোগিতা করে এ মুহূর্তে সেন্টার চালু করার প্রয়োজনীয় ১৫ লাখ টাকার সংস্থান করার বিষয়ে সকলে ঐক্যমত পোষণ করেন। সভায় এক সপ্তাহের মধ্যে সেন্টারের সকল সদস্যকে নিয়ে একটি গ্রæপ করে জুম মিটিং করার বিষয়ে সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি