চট্টগ্রামে ১ জনের করোনা শনাক্ত

9

পূর্বদেশ অনলাইন
গত ২৪ ঘন্টায় ২৫৭টি নমুনা পরীক্ষা করে নগরে ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার দশমিক ৩৮ শতাংশ।
শুক্রবার (৮ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে চট্টগ্রামের ১৭টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত নগরে ৯২ হাজার ৯৪ জন এবং ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৫৩৮ জন সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩২ জন। এছাড়া মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এদের মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।