চট্টগ্রামে যেসব ইউনিয়নে ১১ এপ্রিল ভোট

2

 

আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বুধবার (৩ মার্চ) এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ, প্রার্থী বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। জানা গেছে, কমিশন প্রথমে ৩২৩টি ইউনিয়নে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েও পরে তা বাড়িয়ে ৩৭১টি করেছে। এক্ষেত্রে আগের পরিকল্পনায় যেসব উপজেলার দুই-একটা ইউনিয়ন বাদ ছিল সেগুলো যুক্ত করেছে। আগের পরিকল্পনা অনুযায়ী চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়নে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিলেও সেখানকার কোনও উপজেলায় এ ধাপে ভোট হচ্ছে না। খবর বাংলা ট্রিবিউনের।
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে চট্টগ্রামে যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, সেগুলো হচ্ছে, সন্দ্বীপের বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্ল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া, দীর্ঘাপাড়। কক্সবাজারের মহেশখালীর হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম। কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তর ধুরুং। টেকনাফের হ্নীলা, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ ও হোয়াইক্যং।