চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে বিশ্ব হরিনাম দিবস পালিত

1

 

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ইসকন নন্দনকানন রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রম কর্তৃক বিশ্ব হরিনাম দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালাসহ হরিনামের র‌্যালী অনুষ্ঠিত হয়। নন্দনকানন গৌর নিতাই আশ্রমে ইসকন নন্দনকানন মন্দির অধ্যক্ষ শ্রীপাদ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে মুকুন্দ ভক্তি দাস সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসকন চট্টগ্রাম বিভাগীয় রিজিওনাল সেক্রেটারী শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীপাদ তারন নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, দ্বারকা কৃষ্ণ দাস, নামচৈতন্য দাস, অপূর্ব মনোহর দাস, নরহরি নিমাই দাস, জগদানন্দ দাস, সত্যতীর্থ দাস দাস, হংসরুপ কৃষ্ণ দাস, ভবেশ দাস, সহদেব প্রাণ দাস, ডা. সূচারু গোপিনাথ দাস, গোবিন্দ কুন্ড দাস প্রমুখ। এ উপলক্ষে নন্দনকানন ইসকন মন্দিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতি, সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি ও গুরুপূজা, সকাল ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ, সকাল ১০টায় বিশ্ব হরিনাম দিবস উপলক্ষে সংকীর্তন শোভাযাত্রা ও শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের বাংলা ভাষায় প্রদত্ত রেকর্ডিং শ্রীমদ্ভাগবতীয় ও একাদশীর মাহাত্ম্য বিষয়ক ক্লাস প্রদান করেন। বিজ্ঞপ্তি