‘চট্টগ্রামে অসাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিরাজমান’

9

 

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং প্যানেল মেয়র ও ২৫নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর হাজী আবদুস সবুর লিটনের সাথে রামপুর গীতা মন্দির কমপ্লেক্স ও পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ ৪ সেপ্টেম্বর সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে আবদুস সবুর লিটন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব বাঙালির সনাতনী সম্প্রদায়ের প্রধান উৎসব। চট্টগ্রামে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিরাজমান রয়েছে। এদেশে সকলে মিলেমিশে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে দুর্গোৎসব পালন করবে। এসময় প্যানেল মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান রামপুর গীতা মন্দির কমপ্লেক্স পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ। গীতা মন্দির কমপ্লেক্সের সভাপতি বাদল কান্তি নাথের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের কার্যকরি সদস্য ডা. বিজন কান্তি নাথ, গীতা মন্দির কমপ্লেক্সের সহ-সভাপতি দীলিপ কুমার নাথ, সাধারণ সম্পাদক সমীরণ কান্তি নাথ, সহ-সভাপতি দীপক কুমার নাথ, বাবুল কান্তি নাথ, প্রদীপ কুমার নাথ, পথিক রঞ্জন নাথ, লিটন কুমার নাথ, বিপ্লব কুমার নাথ, জহর লাল নাথ, রুদ্র কুমার নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি