গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর সম্মেলন ও আলোচনা সভা

16

গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) এর প্রথম বার্ষিক সম্মেলন ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা গত ১৩ মার্চ নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত হয়। গীমাস সভাপতি রূপনা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন জনতা ব্যাংকের এজিএম শম্ভু দাশ। উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী উত্তম কুমার শর্মা। প্রধান অতিথি ছিলেন মুজাফরাবাদ যশোদা-নগেন্দ্র নন্দী মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র ধর। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া কলেজের প্রভাষক সাবিত্রী দাশ। বিশেষ অতিথি ছিলেন শংকর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক প্রফেসর কেশব কুমার চৌধুরী, খাগড়াছড়ি সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, প্রধান শিক্ষক দীপু রাণী দত্ত, নারীনেত্রী সুমী চৌধুরী পালিত, শিক্ষক অর্চনা দাশ, রাধাবিনোদ মাতৃ পরিষদ সভাপতি ঊমাশ্রী চৌধুরী, কণ্ঠশিল্পী কথাকলি নাথ, গীমাস উপদেষ্টা শিল্পী চৌধুরী, নারীনেত্রী সুচিত্রা ধর। অনুষ্ঠানে আলোকিত মায়েদের সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন স্বস্তিকা দাশ। স্বাগত বক্তব্য রাখেন গীমাস সাধারণ সম্পাদক শিল্পী আচার্য্য। শুরুতে গীতাপাঠ করেন প্রীতু মল্লিক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে সুচিত্রা ধরকে সভাপতি, লাভলী দে’কে সাধারণ সম্পাদক ও শিউলী শীলকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গীমাস’র নতুন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি