গার্লগাইডস এসো’র প্রশিক্ষণ কর্মশালা

7

 

বাংলাদেশ গার্লগাইডস এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে ওমরগণি এমইএস কলেজে গত ১২ থেকে ১৬ সেপ্টেম্বর পাঁচদিন ব্যাপী ১৮টি কারিগরী এবং মাদ্রাসার শিক্ষিকাবৃন্দের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে আঞ্চলিক কমিশনার নিরূপা দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। স্বাগত ভাষণে স্থানীয় গাইড কমিশনার প্রফেসর রীতা দত্ত গাইডিং কী এবং কেনÑ এ বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক, শারীরিক বিকাশে গাইডিং অপরিহার্য। প্রশিক্ষণ দেন সিনিয়র ট্রেনার ইসরাত জাহান এবং ট্রেনার সায়লা সাবরিন। আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক সদস্য নাজনীন হক চৌধুরী এবং রেঞ্জার গাইডার অধ্যাপিকা খায়রুন্নেসা। বিজ্ঞপ্তি