গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষ সংগ্রামে নেমেছে

11

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীদের নিয়ে ‘দমন-পীড়নে ভয় না পাওয়ার’ শপথ নেওয়ার কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষ সংগ্রামে নেমেছে, ইতোমধ্যে রাজপথে রক্ত ঝরেছে। ইনশাল্লাহ এর মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে পাবে।”
জিয়ার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে শেরে বাংলা নগরে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশে ‘ত্রাসের রাজত্ব’ কায়েম করেছে।“আমরা এখানে শপথ নিয়েছি, কোনো ভয়-ভীতি আমাদেরকে দমন করতে পারবে না, বাংলাদেশের মানুষকে কোনো দিন দমন করতে পারেনি। এ সরকার সরিয়ে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের পার্লামেন্ট এখানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব’’
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গত সপ্তাহে ছাত্রদলের ওপর ছাত্রলীগের ‘হামলার’ প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “কিছুদিন ধরে যেটা আমরা লক্ষ্য করছি, যেই তাদের নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, তারা আবার সেই পুরনো কায়দায় ঠিক একইভাবে ত্রাস সৃষ্টি করছে।”
বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ‘নির্যাতন-হত্যা-গুম-খুনের’ ত্রাস সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দিনটি স্মরণে বেলা ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভ‚ঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতে অংশ নেন।
এছাড়া বিএনপির খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী, আমিনুল হক, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুব দলের সুলতান সালাহ উদ্দিন টুকু, মোয়ায়েম মুন্না, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভ‚ঁইয়া জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, নায়াব ইউসুফ, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, তাঁতী দলের আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজের
আরও ছিলেন মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, আবদুর রহিম, উলামা দলের শাহ নেসারুল হক, নজরুল ইসলাম তালুকদার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক নজরুল ইসলাম, ডা. সরকার শামীম, প্রকৌশলী মাহবুবুল আলম, ডা. মাসুদ আক্তার জিতু, এ্যাবের রিয়াজুল ইসলাম রিজু, হাছিন আহমেদ, জিয়া পরিষদের অধ্যাপক আব্দুল কুদ্দুস, জাসাসের লিয়াকত আলী, জাকির হোসেন রোকন, ২০ দলীয় জোটের শরিক এলডিপির আবদুল করিম আব্বাসী, শাহাদাত হোসেন সেলিম, তমিজ উদ্দিন টিটু, এম এ বাশার, চাষী এনামুল হক, একেএম মহিউদ্দিন, এসএম বেলাল।
ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ শাখা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে ভোরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দিনটি উপলক্ষে নেতাকর্মীরা কালোবাজ ধারণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর ৭০টি স্পটে দুঃস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে বিনামূল্য স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে। দিনটি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো জিয়ার ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেছে ও কয়েকটি দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হয়েছে।