কোয়ান্টাম কসমো স্কুল কর্তৃপক্ষের বিচার চেয়ে মানববন্ধন

0
কোয়ান্টাম কসমো স্কুল কর্তৃপক্ষের বিচার চেয়ে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. শ্রেয় মোস্তাফিজ (১২) এর মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর নিহতের পরিবার বান্দরবান প্রেসক্লাবের সামনে কোয়ান্টাম স্কুল কর্তৃপক্ষের বিচারের দাবি চেয়ে এ মানববন্ধন করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার বান্দরবান প্রতিনিধি বৌদ্ধ জ্যোতি চাকমা, সমকালের প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যাসহ নিহতের পরিবার। এসময় মানববন্ধনে নিহতের পরিবার বলেন, গত ৭ জুন স্কুলের পানির পাইপের ভিতর ঢুকে তাদের সন্তান মৃত্যুবরণ করে। যার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী। স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পানির পাইপ পরিস্কার করাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা অস্বীকার করেন। পরবর্তীতে নিরুপায় হয়ে আমরা লামা থানায় একটি মামলা করি। কিন্তু এখনো পর্যন্ত অপরাধীদের কোন শাস্তি হয়নি। তারা আরও বলেন, আমরা আমাদের ছেলে-মেয়েদের স্কুলে লেখাপড়া করতে দিয়েছি। কাজ করতে দিই নাই। তাদের কাজ করাতে গিয়ে আমার ছেলের মৃত্যু হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের কোলমতি শিশুদের দিয়ে কাজ করাতে গিয়ে কোন মায়ের বুক খালী হয়, সেই জন্য প্রশাসনের কাছে এ স্কুল কর্তৃপক্ষের দ্রুত শাস্তির দাবি জানান। প্রসঙ্গত, গত ৭ জুন বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের আবাসিক ছাত্র মো. শ্রেয় মোস্তাফিজ ও আব্দুল কাদের জিলানী নামে দুই ছাত্র বল খেলতে গিয়ে মাঠে জমা বৃষ্টির পানি নিস্কাশনের ফাইপে ঢুকে মর্মান্তিক মৃত্যু হয়, এর পরপরই ৮ জুন মৃত মো. শ্রেয় মোস্তাফিজ এর চাচা মো.জাকির মোস্তাফিজ লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও ঘটনার সুষ্ট বিচার না পাওয়ায় মৃত ছাত্রদের পরিবারের সদস্যরা আক্ষেপ করে এবং গত বুধবার বান্দরবান প্রেসক্লাবের সামনে ব্যানার হাতে নিয়ে ঘটনায় জড়িত বিদ্যালয় কর্তৃপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।