কোভিড: বিধিনিষেধ আরও শিথিল হচ্ছে বেইজিংয়ে

8

সংক্রমণ কমে যাওয়ায় রাজধানীর রেঁস্তোরা ও বারগুলোতে বসে খাওয়ার অনুমতি দিয়ে কর্তৃপক্ষ কোভিড বিধিনিষেধ আরও শিথিল করতে যাচ্ছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। করোনাভাইরাসের ওমিক্রন ধরনের প্রাদুর্ভাব ঠেকাতে দুই মাসের কষ্টকর লকডাউন শেষে সাংহাই ও বেইজিং সাম্প্রতিক দিনগুলোতে একটু একটু করে স্বাভাবিক হচ্ছে।
বিধিনিষেধ শিথিল হওয়ায় এখন সোমবার থেকে ফেংতাই জেলা ও চাংপিং জেলার কিছু অংশ বাদে বেইজিংয়ের সর্বত্র ডাইন-ইন বা খাবারের দোকানে বসে খাওয়া ফের শুরু হতে যাচ্ছে বলে বেইজিং ডেইলির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চীনের এ রাজধানীতে মে মাসের শুরুর দিক থেকে রেঁস্তোরা ও বার থেকে কেবল খাবার কিনে নেওয়া যেত, ভেতরে বসে খাওয়া যেত না। সোমবার থেকে বেইজিংয়ের বেশিরভাগ এলাকায় স্বাভাবিক কাজকর্ম শুরু হচ্ছে, গাড়ি চলাচলে যে বিধিনিষেধ ছিল তাও তুলে নেওয়া হচ্ছে। তবে কিছু কিছু এলাকার কর্মীদের ঘরে থেকেই কাজ করতে হবে। জনসমাগম হয় এমন স্থানে ঢুকতে বা গণপরিবহনে উঠতে হলে ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের ফল দেখাতে হবে।