কৃষিঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংক ব্র্যাক ব্যাংক চুক্তি

6

 

কৃষকদের পুনঃঅর্থায়ন সুবিধায় ঋণ দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।
‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষিখাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’র আওতায় অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণের জন্য ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার বাংলাদেশ ব্যাংক-এ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আনোয়ারুল ইসলাম এবং এগ্রিকালচারাল ক্রেডিট ডিপার্টমেন্ট’র ডিরেক্টর মো. আবুল কালাম আজাদ। ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন ব্র্যাক ব্যাংক-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।