কাস্টমস কমিশনারদের সাথে বিজিএপিএমইএ’র মতবিনিময়

13

গার্মেন্টস এক্সসরিজ এন্ড প্যাকেজিং এসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নেতৃবৃন্দরা গত ১৮ নভেম্বর বিকেলে কমিশনার অব কাস্টমসের সাথে এক মতবিনিময় সভা কাস্টমস হাউজে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাস্টমস কমিশনার ফখরুল আলম, অতিরিক্ত কমিশনার আবু নুর রাশেদ চৌধুরী, বিজিএপিএমইএ এর সভাপতি আবদুল কাদের, ১ম সহ সভাপতি খন্দকার লতিফুর রহমান আজিম, পরিচালক সাত্তার, সাবেক পরিচালক নজরুল, এম.এ সবুর, কাস্টমসের যুগ্ন কমিশনার, ডেপুটি কমিশনার, সহকারি কমিশনারবৃন্দ। উক্ত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে বন্ডেড শিল্প প্রতিষ্ঠানের বিপরীতে আমদানি কৃত কাঁচামালের শুল্কায়ন মূল্য বানিজ্যিকভাবে আমদানিকৃত কাঁচামালের সর্বনিম্ন/নির্ধারিত মূল্যে শুল্কায়িত হবে। পূর্বে যেমন পলিস্টার/কটন সুতার ২.৫০ ডলারে শুল্কায়িত হতো এখন থেকে সেটা ১.৬০ ডলারে শুল্কায়িত হবে। এভাবে অন্যান্য কাঁচামালের শুল্কায়ন একই ভাবে হবে। সুইং থ্রেড, পেপার রিবন, স্টার্চ ইত্যাদি কাঁচামালের ক্ষেত্রে যদি কাঁচামালের নাম সঠিক থাকে কিন্তু এইচ এস কোডের তারতম্য হয় অথবা এইচ এস কোড সঠিক থাকে কিন্তু কাঁচামালের নামের তারতম্য হয় সেসব ক্ষেত্রে বন্ডেড শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল কাস্টমস হাউস ছারকরনে অঙ্গীকার নামার ভিত্তিতে ছাড় দিয়ে বন্ড কমিশনারেটকে পত্রের মাধ্যমে জানিয়ে দিবে সংশ্লিষ্ট বন্ডেড শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে সঠিক এইচ এস কোড বন্ড লাইসেন্সে সংযোজনের জন্য।