কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ভারতীয় সেনা নিহত

14

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সঙ্গে পাকিস্তান সীমান্তরেখায় এক বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার কাশ্মিরের রাজৌরি জেলায় এই ঘটনা ঘটে। ভারতের দাবি, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির থেকে সশস্ত্র অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা করলে এই বন্দুকযুদ্ধ শুরু হয়। ২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় দুনিয়ার ভূস্বর্গখ্যাত উপত্যকা। ভারতীয় সংবাদমাধ্যমের হিসেব অনুযায়ী এই এক বছরে ১৬০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পুলিশ। আটক করা হয়েছে ১০২ জনকে।
বুধবার ভারতীয় কর্মকর্তারা দাবি করেন, খারি থ্রায়াত বন দিয়ে তারা ভারতে প্রবেশের চেষ্টা করে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘নওশিরা সেক্টরে অভিযান চালানোর সময় দুই সেনা শহীদ হয়েছেন। এখনও অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’ কর্মকর্তারা দাবি করেন, সন্ত্রাসীরা প্রবেশ করতে পারে এমন তথ্য পেয়েই অভিযান শুরু করা হয়। তাদের দাবি, অনুপ্রবেশকারীরা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। ওই অঞ্চলে বড় আকারের অভিযান চলছে বলেও জানান তারা। এর আগে নভেম্বরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি, বান্দিপোরা জেলার ওই ঘটনায় নিহতরা দুজনই সন্ত্রাসী।