কর্ণফুলীতে বৃক্ষরোপণ কর্মসূচি

107

ডায়মন্ড সিমেন্ট লিমিটেড পরিচালক লায়ন হাকিম আলী বলেছেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পৃকৃতির বৈরী আচরণ থেকে রক্ষা পেতে হলে সবুজায়নের বিকল্প নেই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। ব্যক্তিস্বার্থে, জাতীয়স্বার্থে এবং আমাদের অস্তিত্ব রক্ষায় সুস্থ নির্মল পরিবেশ পেতে দেশের প্রতিটি নাগরিককে বেশি করে বৃক্ষরোপণ ও সংরক্ষণের দায়িত্ব নিতে হবে। কর্ণফুলী উপজেলাধীন স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংঘ আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলদ-বনজ ও ঔষধি চারা রোপণ ও বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত শুক্রবার পশ্চিম চরপাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নুর আহমদের সভাপতিত্বে ও দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড পরিচালক লায়ন হাকিম আলী, জাগরণী সংঘের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান ফারুকী, নুরুল ইসলাম তুষার, ফয়েজ আহমদ রিজভী, আলী আকবর, জাহাঙ্গীর আলম ওয়াহেদ, আমির হোসেন আমু, মনির আহমদ মার্শাল, মাহবুবুল আলম, মাস্টার সাইফুদ্দিন, সেলিম খান, রোকন উদ্দিন, রমজান আলী রমু, মাহবুবুল আলম মনা, রহিম আলী, জয়নাল আবেদীন, রাজিবুল হক রাজীব, আজম আলী, সজীব হোসেন, রুবেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি