করি কেয়া দুই বোন

19

 

কেউ কখনও দেখেছো এই
মিষ্টি মধুর হাসি?
যে হাসিতে ঝরে পরে
মুক্তা রাশি রাশি।

এই হাসিতে পাল্লা দিয়ে
ভোরের রবি ওঠে
তারই সাথে তাল মিলিয়ে
বাগানে ফুল ফোটে।

কেমন করে বুঝাই বল
এই হাসিটি কার
বলতে মানা তবু বলি
করি এবং কেয়ার।

তারা দুজন একই বৃন্তে
রঙিন দুটি ফুল
সবার ভালোবাসার মাঝে
ঝুমকো লতার দুল।

খুকি’র নতুন বই
পবিত্র মহন্ত জীবন
নতুন সালে নতুনভাবে
পেয়ে নতুন বই
আনন্দে তাই হাসিখুশি
নাচে খুকি ও-ই!

নতুন সালে নতুন বইয়ে
গল্প নতুন ছড়া
তাইতো খুকি সাতসকালে
পড়তে বসে পড়া!

নতুন সালে নতুনভাবে
সবাই পেল বই
দলবেঁধে তাই খোকাখুকি
স্কুলে যায় ও-ই।