‘কচ্ছপ’ বা ‘কাঠবিড়ালি’ অর্চিতা স্পর্শিয়ার গল্প

176

এই মাসেই মুক্তি পাচ্ছে অর্চিতা স্পর্শিয়ার নতুন চলচ্চিত্র ‘কাঠবিড়ালি’। ২০১৯ এর ইতি টানলেন ‘ইতি তোমারই ঢাকা’ সিনেমা দিয়ে। ছোট পর্দার পরিচিত এই মুখ এখন রুপালি পর্দার চেনা অবয়ব। তিনি জানালেন তার পর্দার এপার থেকে ওপারে পরিভ্রমণের গল্প। কচ্ছপ মানে ধীরে ধীরে চলা, আবার কাঠবিড়ালি হল ছটফটে! এই দুয়ের সমন্বয় সুকুমার রায়ের আজব দেশের মতো জগাখিচুড়ি মনে হলেও, তা ভালোভাবেই উগলে নিচ্ছেন অর্চিতা স্পর্শিয়া। তার নিজের প্রডাকশন হাউজের নাম দিয়েছেন ‘কচ্ছপ’। আবার সামনে আসছে তার সিনেমা ‘কাঠবিড়ালি’। টিভি নাটকের ব্যস্তমুখ, বিজ্ঞাপনের এককালের সুহাসিনীর খেতাব পাওয়া এই অভিনয় শিল্পী ক্রমেই ব্যস্ত হচ্ছেন রুপালি পর্দায়। যার প্রমাণ তার একের পর এক কাজ। প্রথমেই তিনি আলোচনায় আসেন তারিক আনাম খানের সঙ্গে অভিনয় করে ‘আবার বসন্ত’ চলচ্চিত্রটি দিয়ে। কোনো রকমের বিরতি না দিয়ে তার একের পর একটি সিনেমা অপেক্ষা করছে ওভেনে বানানো কেকের মতন। তার প্রথম সিনেমা ‘বন্ধন’ এখনও মুক্তির অপেক্ষায়।
একটির রেশ না কাটতেই আরেকটি হাজির। ঠিক যেমন আবার বসন্তের পর ‘ইতি তোমারই ঢাকা’ দিয়ে হাজির হয়েছেন প্রেক্ষাগৃহে। অতঃপর হাজির হতে যাচ্ছেন ‘কাঠবিড়ালি’ সিনেমাটি নিয়ে।এই ১৭ জানুয়ারি। ওদিকে থালায় গরম ভাতের মতো অপেক্ষায় আছে নুর এ আলম আতিকের ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি। সব মিলিয়ে দারুণ একটা সময় কাটালেও বেশ একটা বিরতি পরে গেছে টিভির পর্দায়। স্পর্শিয়াকে নিয়ে আলাপ হবে কিন্তু নাটকের আলাপ হবে না- তা তো হতেই পারে না। তাই সিনেমা মুক্তির বিরতিতে নাটকের বিরতি নিয়ে জানতেই স্পর্শিয়া বলে উঠলেন- “সিনেমার জন্যই নাটকে বিরতি। কারণ নাটক এবং সিনেমা দুইটি পুরো ভিন্ন মাধ্যম। আমি সবসময়ই চেয়েছি যে কোনো একটি কাজ করতে। তাই যখন সিদ্ধান্ত নিয়েছি সিনেমা করবো তখন থেকে নাটক করা একেবারেই বাদ দিয়েছি। মাঝে স্পর্শিয়াকে দেখা না যাওয়ার কারণও এটাই বলে জানান তিনি। তার বয়ানে, “যখন সিনেমাগুলোর শুটিং চলছিল তখন যেহেতু নাটক করিনি, তাই কেউ আমাকে দেখেনি। তার মানে এই না যে আমি কাজ ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ কাউকে বলিওনি।”