কঙ্গোর পার্লামেন্টে ঢুকে শিক্ষকদের বেতনের দাবি জানালো শিক্ষার্থীরা

3

 

শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কঙ্গোর পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষোভ করেছেন শতাধিক স্কুল শিক্ষার্থী। গত দুই সপ্তাহ ধরে দেশটির শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছেন শিক্ষকরা। এর মধ্যেই আন্দোলনে একত্মতা প্রকাশ করে পার্লামেন্টে ভবনে বিরল প্রতিবাদ জানালো তারা। শুক্রবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা। চলতি মাসের শুরুতে বেতন-ভাতা এবং অবসরের বয়সসহ বেশ কিছু সমস্যা সমাধানে ধর্মঘট শুরু করেন শিক্ষকরা। দীর্ঘদিনের সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে এখনও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে যোগ দিয়েছে শিক্ষার্থীরাও। নিজ নিজ স্কুল ইউনিফর্ম পরে রাজধানীতে অবস্থিত পার্লামেন্টে ঢুকে দাবি পূরণের আহŸান জানান তারা।