কক্সবাজারে ১২ রোহিঙ্গা উদ্ধার গ্রেপ্তার ২

28

কক্সবাজার শহরের ফজল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পথে মালয়েশিয়া পাঠাতে মজুদ করা ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় মানবপাচারকারী চক্রের ২ সদস্যকেও গ্রেফতার করেছে অভিযানকারিরা। বৃহস্পতিবার ভোররাতে এ অভিযান চালানো হয়।
আটক মানবপাচারকারীরা হলো, চট্টগ্রামের লোহাগাড়ার পশ্চিম মীরেরখিল এলাকার মৃত ওমর আলীর ছেলে মো. নুরুল ইসলাম (২১) ও উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-২৬ এর বাসিন্দা মো. শফিকের ছেলে মো. জাহেদ আলম (২৭)।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, কতিপয় মানবপাচারকারী বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের অপহরণ
এবং প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কক্সবাজার শহরে অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। শহরের ফজল মার্কেটের বিপরীতে হোটেল রাজমনিতে অভিযান চালিয়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় ২ মানবপাচারকারীকে আটক করা হয়। ঘটনাস্থল হতে ১২ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
তারা হলেন, হাসিম উল্লাহ (১৮), ইব্রাহীম (২২), সাজিদা (১৯), সুকুরা (১৮), নূর বেগম (২২), সাজিদা (২৫), আলম (২১), যুবায়ের (১৭), কামাল হোসেন (২৫), হোদয়েত উল্লাহ (২০), ইসমাইল (৩৫) এবং আমীর হোসেন (২৫)।
উদ্ধারকৃত ভিকটিমরা জানান, অল্প টাকার বিনিময়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাবার আশায় তারা কক্সবাজার অবস্থান করছিল।
অপরদিকে, গ্রেফতারকৃত পাচারকারিরা স্বীকার করেছেন দীর্ঘদিন যাবৎ সাগরপথে অবৈধভাবে তারা মানবপাচার করে আসছে। তাই তাদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ভিকটিমদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে থানায় সোপর্দ করা হয়।