এসপি মিনাসহ পুলিশের ২৮ অফিসার-ফোর্স পুরস্কৃত

287

বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিগত সেপ্টেম্বর-২০১৯ মাসে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গুরুত্বপ‚র্ণ আলোচিত মামলার মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা তামিল ও কোর্টে প্রসিকিউশন পক্ষের মামলা পরিচালনাসহ সার্বিক বিবেচনায় ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে রেঞ্জের ২৮ জন অফিসার-ফোর্সকে পুরস্কৃত করা হয়েছে। এতে শ্রেষ্ঠ জেলার পুরস্কার নিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা বিপিএম-বার, পিপিএম। এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর চট্টগ্রাম সদর কোর্ট পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জী, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট কুমিল্লা জেলা টিআই (প্রশাসন) মোঃ কামাল উদ্দিন (১ম) ও চট্টগ্রাম জেলা টিআই (প্রশাসন) মীর নজরুল ইসলাম (২য়), শ্রেষ্ট থানা কুমিল্লার বুড়িচং, শ্রেষ্ট ডিবি ইউনিট নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (১ম) ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (২য়), শ্রেষ্ট ডিবি অফিসার নোয়াখালী জেলার গোয়েন্দা শাখার এস.আই মোঃ সাঈদ মিয়া, শ্রেষ্ট মামলা তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম, রাউজান থানার এসআই মেহের আলী, কক্সবাজার জেলার চকরিয়া থানার এসআই প্রিয়পাল ঘোষ, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেন ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূইয়া, শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং অফিসার কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন অর রশিদ ও চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রব, শ্রেষ্ট এসআই কুমিল্লার বুড়িচং থানার এসআই মোঃ শাহীন কাদির, শ্রেষ্ট মাদক উদ্ধারকারী অফিসার কক্সবাজারের রামু থানার এসআই মোঃ সোহেল রানা, অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারকারী অফিসার কুমিল্লার বুড়িচং থানার এসআই মোঃ শাহীন কাদির, শ্রেষ্ট ডিএসবি ওয়াচার কক্সবাজার জেলার ওয়াচার কনস্টেবল মোঃ সাদ্দাম হোসেন (১ম) ও কুমিল্লা জেলার ডিআইও এসআই মোঃ আবুল খায়ের, শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার নোয়াখালীর সুধারাম মডেল থানার এসআই সাইফুল ইসলাম (১ম), কুমিল্লার বুড়িচং থানার এসআই মোঃ শাহীন কাদির (২য়) ও চট্টগ্রামের রাউজান থানার এসআই মোঃ ইব্রাহিম খলিল (৩য়), শ্রেষ্ট এএসআই নোয়াখালীর সুধারাম মডেল থানার এএসআই সালাহ উদ্দিন (১ম) ও চট্টগ্রামের ফটিকছড়ি থানার এএসআই মোঃ নুরুল হাকিম (২য়), শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং মনোনীত সদস্য কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক এবং আগস্ট মাসে মামলা তদন্তে সার্বিক ব্যবস্থাপনায় সাফল্য অর্জনকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ আলমগীর। গত ২০ অক্টোবর রোববার সকাল ১০টায় নগরীর খুলশীস্থ ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্টিত বিগত সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্টানের সভাপতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ, জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা (চট্টগ্রাম), মোঃ মাহাবুবর রহমান (চাঁদপুর), এবিএম মাসুদ হোসেন (কক্সবাজার), মোহাম্মদ জাকির হোসেন মজুমদার (বান্দরবান), মোহাঃ আহমার উজ্জামান (খাগড়াছড়ি), মোঃ আলমগীর কবীর (রাঙ্গামাটি), মোঃ আলমগীর হোসেন (নোয়াখালী), ড.এএইচএম কামরুজ্জামান (লক্ষীপুর), খোন্দকার নুরুন্নবী (ফেনী), সৈয়দ নুরুল ইসলাম (কুমিল্লা), মোহাম্মদ আনিসুর রহমান (ব্রাহ্মণবাড়ীয়া), চট্টগ্রামের আর.আর.এফ কমান্ড্যান্ট এম.এ মাসুদ হোসেন, রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার মান্না দে ও সহকারী পুলিশ সুপার আকলিমা আক্তার। বিজ্ঞপ্তি