এশিয়ায় লাভবান কেবল তাইওয়ান ও ভিয়েতনাম

39

পরস্পরের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ শুরুর পর প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বাংলাদেশ ও ভারত এতে লাভবান হবে। তবে ২০১৯ সালের প্রথমার্ধ শেষে দেখা গেছে, এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল তাইওয়ান ও ভিয়েতনামই যুক্তরাষ্ট্রে তাদের পণ্য রফতানি বাড়াতে পেরেছে। সবচেয়ে বেশি লাভবান হয়েছে যুক্তরাষ্ট্রের নিজস্ব কোম্পানিগুলো। এর পাশাপাশি মেক্সিকোর প্রতিষ্ঠানগুলো লাভের বড় অংশ পেয়েছে। জাতিসংঘের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সংক্রান্ত সংস্থা ইউএনসিটিএডি পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। জাতিসংঘের বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপ করায় অর্থনীতির গতি কমেছে আর আক্রান্ত হয়েছে সারাবিশ্বের উন্নয়ন। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে চীনের রফতানি কমেছে ৩ হাজার ৫০০ কোটি ডলার। তবে এই ক্ষতি এড়াতে বেশ কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। যেমন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ও অন্য কৃষি পণ্য কেনা বন্ধ করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের কৃষকেরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চীনা প্রতিষ্ঠানগুলো বেশ কিছু রফতানি পণ্যের দাম কমিয়েছে, ফলে আরও বেশি প্রতিযোগিতার সুযোগ পাচ্ছে তারা।