এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী : ফজলে করিম এমপি

13

 

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আবহমান কাল থেকে এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বসবাস করে আসছে। যেকোন মূল্যে সে ঐতিহ্যকে ধরে রাখতে হবে। একটি দুষ্টচক্র দেশের উন্নয়ন নস্যাৎ করতে উঠেপড়ে লেগেছে। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে কেউ কোনদিনই নষ্ট করতে পারবে না। তিনি ১ অক্টোবর বিকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এসএন্ডডি মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর পাথরঘাটা সেন্ট প্লাসিড’স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসএন্ডডি মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সজল এন্টলী কস্তা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল মজুমদার, মহাসচিব অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, এসএন্ডডি মজুমদার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্বাশতী মজুমদার, প্রফেসর নারায়ন চৌধুরী, ইঞ্জিনিয়ার পরিমল চৌধুরী। দেবব্রত দে (দেবু) এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি সদস্য অঞ্জলি মজুমদার, সনাতনী জাগরণ সংঘের সাধারন সম্পাদক শিমুল দাশ, রাউজান পৌরসভার কাউন্সিলর সমীর দাশ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫০০ গরীব মানুষের মাঝে বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি