এতিম শিশুদের মুখে একবেলা আহার তুলে দেওয়া অনুষ্ঠান

35

মানবের কল্যাণে, সদা জাগ্রত এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে উদয়মান সামাজিক সংগঠন মানবিক সেল যাত্রা শুরু করে গত ৫ মাস ধরে। তারই ধারাবাহিকতায় সামাজিক সংগঠন মানবিক সেলের উদ্যোগে হেফজখানা ও এতিম শিশুদের মুখে এক বেলা আহার তুলে দেওয়ার অনুষ্ঠান শহরের দারুস সালাম ইসলামিক একাডেমির হেফজখানা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়। মানবিক সেলের নেতা মো. শোয়েবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজি মো. মুছা মাতব্বর। এ সময় প্রধান অতিথি বলেন, সারা দেশে আজ ধর্ষণের বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে যুব সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন রাজপথে আন্দোলনে নেমেছেন। আর সরকার এসব কিছু চিন্তাভাবনা করে ধর্ষনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। আমাদের সরকার অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নিয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষণা করেন। তার পরও কিছু নামধারী সংগঠন সরকারের ভার্বমূর্তি নষ্ট করতে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে। তাই আমি বলবো রাঙামাটির নতুন সামাজিক সংগঠন মানবিক সেল যেন এসব থেকে বিরত থাকেন। তিনি বলেন, এই মানবিক সেল রাঙামাটিতে যেন সকল ধরনের মানবিক কার্যক্রমে ভ‚মিকা রাখতে পারে সে লক্ষে সামনে এগিয়ে যাওয়ার জন্য আহবান করছি। এ সংগঠনের সার্বিক সহযোগিতায় আমার সর্বদা সুদৃষ্টি থাকবে। এ বয়সে তোমারা শিক্ষার্থী হয়ে যে কাজটি করছ সত্যি তোমরা প্রসংশার দাবিদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমন, ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. জামাল উদ্দিন, দৈনিক পূর্বদেশ জেলা প্রতিনিধি এম কামাল উদ্দিন, দারুল সালাম ইসলামিয়া একাডেমি হেফজখানা ও এতিমখানার সুপার মো. শামসুল আলম, মহি উদ্দিন পিয়ারু। বিশেষ অতিথিবৃন্দ বলেন, মানবিক সেলের লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে তোমরা যে ৬-৭টি পয়েন্ট উল্লেখ করেছ সেগুলো যথাযথ বাস্তবায়ন করা হলে তোমরা রাঙামাটিবাসীকে কিছু উপহার দিতে পারবে। আমরা তোমাদের পাশে আছি থাকবো।