একুশ এলেই

39

 

একুশ এলেই তোমার মাঝে কি জানি কি হয়
দাদু তোমার মুখটা ভারী পেয়েছো কি ভয়?
শুনরে দাদু আগের কথা যাচ্ছি বায়ান্নতে
উর্দু হবে জাতির ভাষা পাকিস্তানের মতে।

সাথে সাথেই জ্বললো আগুন খেলতে মরণ খেলা
মিছিল-মিটিং স্লোগানেতে কাটলো সারা বেলা।
রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই
জীবন বাজি মরতে রাজি এ ছাড়া আর উপায় নাই।

জল-জুলুম আর প্রাণের ভয়ে নিত্য করে তাড়া
ভাষার জন্য দামাল ছেলে হল যে ঘরছাড়া।
করলো জারি কারফিউ আর চললো গুলি বুকে
বুকের ভেতর তপ্ত লাভা কেমন করে রুখে।

বাঁধভাঙ্গা ঢেউ উতলে ওঠে রুখতে কি আর পারে
বীর বাঙালির হুংকারেতে পাকিস্তানি হারে।
রফিক শফিক জব্বারেরা রক্তে লালে লাল
আনলো তারা বাংলাদেশের সোনালী সকাল।