একটি বিজয়

26

একটি বিজয় বাংলাদেশের লক্ষ প্রাণের দামে
একটি বিজয় রক্তেভেজা লাল সবুজের খামে।
একটি বিজয় বীর বাঙালী লক্ষ শহীদ-তারা
একটি বিজয় বাংলাদেশের গর্বে আত্মহারা।

একটি বিজয় বুক উঁচিয়ে সাহস নিয়ে চলা
একটি বিজয় হাজার কথা মায়ের ভাষায় বলা।
একটি বিজয় ঝাঁপিয়ে পড়া মার্চের ‘কালো রাতে’-
একটি বিজয় কৃষক, শ্রমিক দিন-মজুরের হাতে।

একটি বিজয় একাত্তরে তরতাজা প্রাণ নাশা
একটি বিজয় তার বিনিময় বাংলাদেশের আশা।
একটি বিজয় ভোরের পাখি স্বাধীন ভাবে ডাকা
একটি বিজয় অমর হয়ে লাল পতাকায় আঁকা।

একটি বিজয় বাংলাভাষী সবার মুখের বোল
একটি বিজয় আদর মাখা মুক্ত মায়ের কোল।
একটি বিজয় ‘মোদের’ দেশে উন্নয়নের চাবি
একটি বিজয় বাঙালীদের স্ব-স্বাধীনের দাবী।