উরকিরচর জনতা সংঘের নতুন কমিটি গঠন

127

রাউজান উপজেলার ঐতিহ্যবাহি সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন উরকিরচর জনতা সংঘের নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষ পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এ লক্ষ্যে সভা সংগঠনের আহ্বায়ক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মোহাম্মদ নুর নবীর সঞ্চালনায় গত ১৮ অক্টোবর জনতা ভবন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ উপ কমিটির আহবায়ক আলহাজ আবুল কালাম মেম্বার, সাবেক সভাপতি সরোয়ারুল আলম। সভায় এস.এম জাহাঙ্গীর আলম সুমনকে সভাপতি ও মো. সাইফুদ্দীন সাইফকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মনছুর আলম, সহ-সভাপতি মো. ওসমান গণি, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,অর্থ সম্পাদক নেজাম উদ্দীন চৌধুরী করিম,সমাজ কল্যাণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল, প্রচার সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক জাবেদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক ফরহাদ উদ্দীন, ক্রীড়া তারেক আজিজ, পাঠাগার সম্পাদক মো. শাহজাহান, কার্যকরী সদস্য হোসাঈন আল ওসমান বাবর, আবু বক্কর সিদ্দিকী, মো. আলী, মো. ফিরোজ, আবু কাওছার, নাজমুল রায়হান, তৌহিদুল ইসলাম।