উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন

47

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, এ নির্বাচনে রাজনৈতিক বিবেচনা করে নয়, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন। নির্বাচিত হলে কালুরঘাট নতুন সেতু এক বছরের মধ্যে দৃশ্যমান করার পাশাপাশি এ এলাকায় অর্থনৈতিক জোন স্থাপন করবো। অর্থনৈতিক জোন হলে এ এলাকার লাখো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও জানান তিনি।
গতকাল সোমবার দিনব্যাপী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ও পোপাদিয়া ইউনিয়নে জনসংযোগকালে তিনি এ কথা বলেন।
কালুরঘাটে নতুন রেল সেতুর পাশাপাশি সড়ক সেতু দৃশ্যমান করার লক্ষে এ উপ-নির্বাচন গুরুত্বপূর্ণ জানিয়ে চরণদ্বীপ মসজিদঘাট এলাকায় আয়োজিত এক পথ সভায় তিনি বলেন, সেতু নির্মাণের যাবতীয় প্রক্রিয়া সরকার হাতে নিয়েছে এখন কাজ শুরু করার পালা। ঠিক এ সময়ে গত ৭ নভেম্বর সাংসদ মঈন উদ্দিন খান বাদল মৃত্যু বরণ করেন। তার এ শুন্য আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে।
তিনি আরো বলেন, এ আসনে বিএনপির অনেক যোগ্য ব্যক্তি থাকা শর্তেও আমাকে প্রতিদ্ব›িদ্বতা করতে হচ্ছে বাইরের এক ব্যক্তির সাথে। চাল ডালের সঙ্কট হলে জানি বাইরে থেকে আমদানি করতে হয়। এখন বিএনপিও বাইরে থেকে লোক এনে ইনপোর্ট করছে।এ এলাকায় মোরশেদ খান, এরশাদ উল্লাহ, খলিল খানের মতো ব্যক্তি ছিলো তাদের মনোয়ন দেয়নি। এলাকার ছেলে হিসেবে দল মত নির্বিশেষে সবাই ভোট দেবেন এ দাবি আমি করতেই পারি। আমি এমপি হলে শুধু আওয়ামী লীগের হবো না, সবার জন্যই কাজ করবো।
নির্বাচনী এ প্রচারণায় সাথে ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোকারম, আওয়ামী লীগ নেতা জহিরুল আলম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, শামসুল আলম, জাসদ নেতা সৈয়দুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, পৌরসভা আওয়ামী লীগের আহব্বায়ক জহুরুল ইসলাম জহুর, প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন, ইউপি সদস্য বেলী আকতার, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান।
এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন মোছলেম উদ্দিন।