ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

70

ফটিকছড়ির লেলাং ইউনিয়ন আ.লীগ :
ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল শাহনগর সন্ন্যাসীরহাট বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান। প্রাধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফারুক হোসেনের সভাপতিত্বে এবং যুবলীগ সভাপতি ইকবাল শরীফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক আবুল কাশেম মেম্বার, সরোয়ার উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নাদের খাঁ, নুরুল আলম চৌধুরী, মাওলানা জাহাঙ্গীর আলম, জাকারিয়া আনছারি, সেলিম উদ্দীন, শাহরিয়ার সাজু, মো. ইয়াকুব, আবুল হোসেন মেম্বার ও সেলিম উদ্দীন চৌধুরী।

চন্দনাইশ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চন্দনাইশ পৌরসভার দুস্থ, অসহায় ও হতদরিদ্র ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। গত ২৬ এপ্রিল চন্দনাইশ সদস্থ আমিনুল্লাহ শাহ্ মাজার মাঠে ঈদ উপহার বিতরণী সভা পৌরসভা আ’লীগের আহবায়ক এম কায়সার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী, মোজাফফর আহমদ, মো. রফিক, ফরিদুল ইসলাম চৌধুরী, শেখ ইব্রাহীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর প্রমুখ।

চন্দনাইশ পৌরসভা বিএনপি :
পবিত্র ঈদকে সামনে রেখে মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ৮টি ইউনিয়নের নেতা কর্মীদের পরিবারের মাঝে ঈদের উপহারসামগ্রী বিতরণ করা হয়। গত ২৭ এপ্রিল উপজেলা, চন্দনাইশ ও দোহাজারী বিএনপির যৌথ উদ্যোগে চন্দনাইশ হাজীর পাড়াতে ইফতেখার হোসেনের বাড়িতে ঈদ উপহার বিতরণ উপলক্ষে এক সভা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ইফতেখার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শহীদ খাঁন, আরিফুল রহমান মারুফ, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোরশেদুল আলম, যুগ্ম আহবায়ক অলি হোসেন মুন্সি, পৌর বিএনপি’র সদস্যবৃন্দ নাজিম উদ্দীন, আবু ছালেক, মো. সেলিম উদ্দীন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ শাহ, আবু বক্কর, দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক মাহাবুবুল করিম সোহেল প্রমুখ।

মিরসরাই :
মিরসরাই উপজেলার প্রথম শ্রেণীর পৌরসভা বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৭ এপ্রিল বারইয়ারহাট পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্নস্তরের সহ¯্রাধিক লোক অংশগ্রহণ করেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র ও বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার প্রমুখ।

বোয়ালখালী বিএনপি :
বোয়ালখালী উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে গত ২৭ এপ্রিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোস্তাক আহমদ খান। বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ ইসহাক চৌধুরী সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির আহবায়ক শহিদুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ নুরুন্নবী চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, উপজেলা যুগ্ম আহবায়ক আহমদুর রহমান আইয়ুব, শাহ আলম, আক্কাস খান, আবু ছিদ্দিক, কামাল উদ্দিন, পৌরসভা যুগ্ম আহবায়ক এম কামাল উদ্দিন, কধুরখীল ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম মুন্সি ও সদস্য সচিব সাইফুল ইসলাম, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এস এম তারেক ও সদস্য সচিব আরিফ চৌধুরী ছোটন, চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম কপিল উদ্দিন, সহ-সভাপতি হারুন, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী এস এম সেলিম উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি মোসলেম মিয়া, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন প্রমুখ।

ফটিকছড়ি বিএনপি :
ফটিকছড়ি বিএনপি উপজেলা শাখার আহবায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার ( অব.) আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দলীয় নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার কার্যক্রম সম্প্রতি শুরু করেছেন। পবিত্র ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য ফটিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীদের জন্য ১৮ ইউনিয়ন, ২ পৌরসভার বিএনপির নেতা কর্মীদের জন্য সমগ্র ফটিকছড়িতে বস্ত্র সামগ্রী ও খাদ্যসামগ্রী উপহার প্যাকেট সকলের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। কর্ণেল আজিম উল্লাহ বাহারের পক্ষে কার্যক্রম উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান চৌধুরী দিপু, নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম, সিজারুল, হামিদ উল্লাহ, মো. সুজন উদ্দীন প্রমুখ।

রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন :
শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলামের সঞ্চালনায় জিন্নাত আরা বেগমের সভাপতিত্ব গত মঙ্গলবার রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অপরাজেয় বাংলাদেশ আদ্রিতা শেল্টার হোমের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক লায়ন জাহেদুল করিম বাপ্পী। এ সময় উপস্থিত ছিলেন মুরাদ আহম্মেদ শাওন, জুমায়দুল ইসলাম, শফিউল আযম, জিয়াউল হক মালেকী, জাফর সাদেক নয়ন, ইমরান, স্বর্ণ, সাবরিনা, সজীব প্রমুখ।

আনোয়ারা উপজেলা শ্রমিকলীগ :
আনোয়ারা উপজেলা শ্রমিকলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল বন্দর সেন্টার এলাকার একটি কমিউনিটি সেন্টারের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সৈয়দের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

চন্দনাইশ :
চন্দনাইশ পৌরসভার হারলায় হত দরিদ্র, অসহায় ৫০০ পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিল আলহাজ মোবারক আলীর পক্ষ থেকে ঈদ উপহার (বস্ত্র) বিতরণ করা হয়েছে। গত ২৫ এপ্রিল চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ডে মাওলানা ওমর আলী শাহ জামে মসজিদ মাঠে এসব বস্ত্র বিতরণ করা হয়। চন্দনাইশ পৌরসভা কাউন্সিলর মোরশেদুল আলমের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিল আলহাজ্ব মোবারক আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হারুন, নাছির উদ্দিন, এসএম মাসুদ, জাহিদুল ইসলাম, ইয়াকুব নবী, জাফর আলম প্রমুখ। সিটি কর্পোরেশনের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিল আলহাজ মোবারক আলী। এতে হত দরিদ্ররা নতুন কাপড় পেয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ আবদুস সবুর।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত :
আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান সদর ইউনিয়নের ব্যবস্থাপনায় মাহে রমজানের তাৎপর্য, পবিত্র কুরআন ও শবে কদরের সম্মানে মিলাদ এবং ইফতার মাহফিল গত ২৪ এপ্রিল রমজান আলী চৌধুরী হাট জামে মসজিদে সংগঠনের সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ ফোরকান আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ও মাওলানা সাইফুল ইসলাম নেজামী আলকাদেরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। উদ্বোধক ছিলেন ইউনিয়ন আহলে সুন্নাতের উপদেষ্টা রাজনীতিবিদ আলহাজ নুরুল আমিন।
আলোচক ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস আনসারী, মাওলানা মনসুর নেজামী, মাওলানা হাফেজ নূর মুহাম্মদ।

ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা :
কালাবিবির দিঘীর মোড়ে একটি কমিউনিটি সেন্টারে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং মনিরুলল ইসলাম ও দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়্যব আলী।
উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ এসএম শাহাজাহান। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাস্টার মুহাম্মদ আবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম খাঁন আল কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জমা’আত আনোয়ারা উপজেলার সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল কাদের চাঁদ মিয়া, মাওলানা এনাম রেজা ক্বাদেরী ও আলহাজ মুহাম্মদ গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. ফরিদুল ইসলাম, দক্ষিণ জেলা যুবসেনার সাধারণ সম্পাদক আরিফুল হক রানা, মুহাম্মদ সাহাব উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূরের রহমান রণি, মাস্টার আব্দুল হালিম, এম মুজিবুর রহমান, জামাল উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান, এইচ.এম আব্দুর রহিম, আলহাজ নাজিম উদ্দীন, মাওলানা মুহাম্মদ মফিজ উল্লাহ, মাওলানা ফিরোজ মিয়া প্রমুখ।

হাটহাজারী :
হাটহাজারীতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান ও উত্তর আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলমের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৮ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম বলেন, গত দুই বছর রমজান ও ঈদুল ফিতর উদযাপন করে আসলেও মহামারী করোনা ভাইরাস কোভিড ১৯ এর কারণে তেমন কোন আনন্দ-উল্লাস হয়নি। এতে উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক নির্বাচিত সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা, হাটহাজারী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা মনি, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাসলিম উদ্দীন হায়দার, যুবলীগ নেতা আনোয়ার মেহেদী, আইযুব খান লিটন, মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহিবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যানের একান্ত সচিব রাশেদুল ইসলামসহ হাটহাজারীতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

ফটিকছড়ি আওয়ামী লীগ :
মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্প্রতি উপজেলা সদর বিবিরহাটের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান। সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সাদাত আনোয়ার সাদী।
অন্যদিকে মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’ মাইজভান্ডারির একমাত্র পৌত্র অছিয়ে গাউসুল আজম মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী (ক.) এর আলহাজ শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী (র.)’র পবিত্র ওফাত দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাউজান প্রেসক্লাব :
রাউজানে স্থানীয় সাংবাদিকদের ঈদ উপহার বিতরণ করেছে রাউজান প্রেস ক্লাব। গত ২৮ এপ্রিল এ উপলক্ষে উপজেলার মুন্সিরঘাটাস্থ প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক দিদারুল আলম। রাউজান প্রেস ক্লাবের সদস্য সচিব আনিসুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, সাংবাদিক সরোয়ার উদ্দিন আহমেদ, এ.এম মামুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিঞাজী, মোজাফফর হোসাইন সিকদার, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, কেএম বাহাউদ্দীন, রবিউল হোসেন রবি, একে বাবর, আবদুল্লাহ আল রোমান, ইরফাত হোসেন চৌধুরী, রবিউল হোসেন রাকিব, রবিউল হোসেন রবিন।

কদলপুর ইউনিয়ন পরিষদ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাউজানের কদলপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া বুধবার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কমল চক্রবর্তী ও দপ্তর সম্পাদক বিশ^জিৎ ভট্টাচার্যের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী। অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া, রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।

এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন :
‘হাসবে সবাই, ঈদ আনন্দে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন হতদরিদ্র, অসহায় এবং দুস্থ পরিবারেরর কোমলমতি শিশু শিক্ষার্থীদের মুখে হাসি ফুটাচ্ছে ‘এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।
প্রতি বছরের মতো এ বছরও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সংগঠটির নেতৃবৃন্দরা এবারও ঈদ ইভেন্টের আয়োজন করেছে। এতে শিক্ষার্থীরা তাদের পছন্দ করা ঈদ উপহার হিসেবে নতুন কাপড় পেয়ে খুশিতে আত্মহারা। জানা যায়, গত ২৬ এপ্রিল থেকে হাটহাজারী পৌরসভা থেকে এ বছরের ঈদ ইভেন্ট শুরু হয়।

সৈয়দ মঞ্জুর আলম :
উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু গত ২৮ এপ্রিল হাটহাজারী উপজেলা বাস স্ট্যান্ড চত্বরে প্রায় ৫ শতাধিক অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার, খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য মো. রকিবুল ইসলাম রকিব, সদস্য মো. হাবিবুর রহমান রাজু, জালালাবাদ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাহেদ, মো. সিরাজ, মো. আবছার, জিয়াউল হক, কিষাণ, মো. পারভেজ প্রমুখ।

চন্দনাইশ চলমান সংঘ :
কেশুয়া গ্রামের চলমান সংঘের ইফতার মাহফিল ও আলোচনা সভা গতকাল শুক্রবার কেশুয়া সৈয়দ বাজার চলমান সংঘের কার্যালয়ে সংগঠন সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গরীবুল্লা খাঁনের সঞ্চালনায় এলাকার এতিম ও অসহায় শিশুদের নিয়ে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আবু হেনা ফারুকী, বক্তব্য রাখেন মাস্টার শের আলী, শাহ আজিজুর রহমান বেলাল, মো. আকবর হোসেন, মোরশেদুল আলম পেরু, এস এম নাছির উদ্দিন সোহেল, আবদুল মাবুদ, আরমানুল ইসলাম, মাস্টার ফজলুল করিম, ইউপি সদস্য সাদেকুর রহমান মুহসিন, হাসান মুরাদ। কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ হানিফ মান্নান। বিজ্ঞপ্তি