ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের ঝুঁকি নিয়ে সতর্ক করলো রাশিয়া

3

পরদেশ ডেস্ক

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে মস্কো। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পাঠানো সামরিক সহযোগিতার কারণে সেখানে রাশিয়া ও পশ্চিমাদের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
আনাতোলি আন্তনভ বলেছেন, মস্কোর জন্য এটি একটি আসন্ন হুমকি। ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহযোগিতাকে সংঘাতে অংশগ্রহণকারী তিনি উল্লেখ করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ছয় হাজার ২৫৭ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।
রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের সাফল্যের নেপথ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো অত্যাধুনিক অস্ত্রকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। গত কয়েক সপ্তাহ ইউক্রেনের উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ইউক্রেনের জন্য নতুন ঘোষিত সহযোগিতা প্যাকেজে রয়েছে আরও চারটি নির্ভুল হিমার্স মাল্টিপল রকেট ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর হতে এখন পর্যন্ত কিয়েভকে ১৭ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, ভারী অস্ত্রসহ ইউক্রেনে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার মার্কিন সিদ্ধান্ত ওয়াশিংটনকে যুদ্ধের অংশগ্রহণকারী হিসেবে হাজির করবে। এর পরিণতিতে রক্ত ঝরবে এবং হতাহতের সংখ্যা বাড়বে।
তিনি বলেছেন, ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে এমন উসকানিমূলক পদক্ষেপ বন্ধের জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি।