আসামের গুয়াহাটিতে ৫ দিন ব্যাপি ইন্দো- বাংলা শিল্পকর্ম প্রদর্শনী শুরু

54

পূর্বদেশ অনলাইন
আসামের গুয়াহাটিতে ২ মে মঙ্গলবার থেকে ৬ মে শনিবার পাঁচদিন ব্যাপি বাংলাদেশ ও ভারতের নবীন প্রবীণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘দ্য ব্রিজ শিরোনামে, ইন্দো-বাংলা আর্ট এক্সিবিশন ২০২৩। আসামের প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠান শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র ও নৃত্যঞ্জলি একাডেমির আমন্ত্রণে বাংলাদেশ আর্টিস্ট গ্রুপ বাংলাদেশের শিল্পীদের নিয়ে উক্ত প্রদর্শনীতে অংশগ্রহণ করে। ২ মে বিকাল ৪টায় শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের সভাপতি শিল্পী সাইফুল ইসলাম, স্বনামধন্য শিল্পী কে এম এ কাইয়ুম, শিল্পী সালেহা আহমেদ, আসাম সরকারের অবসরপ্রাপ্ত কমিশনার ও সাংস্কৃতিককর্মী স্বপ্ননীল বড়ুয়া, শিল্পী দিলীপ তামুলী, শিল্পী প্রবীণ কুমার নাথ, শিল্পী মনিকা দেবী, শিল্পী অদিতি চক্রবর্তী প্রমুখ। উভয় দেশের বক্তারা বলেন, ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বের স্মারক ও বিশ্বময় শান্তির আহবান নিয়ে আগামীতেও আরও বড় পরিসরে শিল্পীদের কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের শিল্পীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের সাধারণ সম্পাদক শিল্পী ফারজানা ইয়াসমিন, শিল্পী চৌধুরী ইমরুল, শিল্পী মোহাম্মদ রফিক, শিল্পী দিপিকা সাহা, শিল্পী জয়া বোরো, শিল্পী শর্মিলী সরকার, শিল্পী অর্পিতা কর, শিল্পী মুজাহিদুল হাসান, শিল্পী জয়দীপ ভট্টাচার্য, শিল্পী অতুল চন্দ্র বড়ুয়া, শিল্পী তন্দ্রা ভদ্র, শিল্পী বীরেণ সিং, শিল্পী বুদ্ধি থাপা, শিল্পী চম্পক বারবারাসহ শিল্পী শিক্ষার্থী, সাংবাদিকসহ দর্শনার্থীরা। ভারত ও বাংলাদেশের ৭৬ জন শিল্পীর ১৫৬টি চিত্রকর্ম ও বিভিন্ন মাধ্যমে নির্মিত ১৬টি ভাষ্কর্য নিয়ে পাঁচদিন ব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। দু-দেশের বন্ধুত্বের স্মারক হিসেবে এই প্রদর্শনী ২ থেকে ৬ মে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবং বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের সহযোগিতায় ‘দ্য ব্রিজ শিরোনামে, ইন্দো-বাংলা আর্ট’ শীর্ষক একটি শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীর পরিকল্পনা, সমন্বয় ও কিউরেট করেছেন প্রবীণ কুমার নাথ, মনিকা দেবী এবং অদিতি চক্রবর্তী। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক, সৃজনশীল প্রতিভা এবং ধারণা একত্রিত করাই এই অনুষ্ঠানের লক্ষ্য। প্রদর্শনীতে আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, দিল্লি, পশ্চিমবঙ্গের শিল্পীরা এবং বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের সভাপতি সাইফুল ইসলাম, আসাম সরকারের অবসরপ্রাপ্ত কমিশনার ও সংস্কৃতিকর্মী স্বপ্ননীল বড়ুয়া, শিল্পী সালেহা আহমেদ, শিল্পী কে এম এ কাইয়ুম বক্তব্য রাখেন। শিল্পী মোহাম্মদ রফিক, শিল্পী দিলীপ তামুলী, শিল্পী মুহাম্মদ মেহেদী হাসান, শিল্পী চৌধুরী ইমরুল, শিল্পী মুজাহিদুল হাসান, শিল্পী অর্পিতা কর, শিল্পী জয়া বোরোসহ প্রমুখ শিল্পীরা এসময় উপস্থিত ছিলেন। চম্পক বারবারা, দিলীপ তামুলী, অতুল চন্দ্র বড়ুয়া, সালেহা আহমেদ, বীরেন সিং, বুদ্ধি থাপা এবং দীপিকা সাহার প্রতিকৃতি, ভাস্কর্য এবং প্রিন্টসহ ৭৬ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীতে রয়েছে। ২ মে বিকেল ৪টায় খোলা প্রদর্শনী আগামী ৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।