আল-হাসনাইন ফাউন্ডেশনের সুরক্ষ সামগ্রী বিতরণ

50

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ বলেন, করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ব্যাক্তিকে হাসপাতালে ফেলে পালিয়ে যাচ্ছে তাঁর স্বজনরা। কি অমানবিক আচরণ, কতটা ভুল ধারনা পোষণ করছে মানুষ। করোনা আক্রান্ত ব্যাক্তিকে তার স্ত্রী এবং সন্তানরা ঘরে ঠাঁই দেয়নি। কতই হৃদয়বিদারক হতে পারে তা কল্পনাও করতে পারছিনা। করোনা আক্রান্ত রোগীর সুস্থ্যতার খবর আমাদের আশান্বিত করে। আমাদের উচিৎ সচেতনতা বৃদ্ধি করা। তাই করোনা রোগীর প্রতি বিদ্বেষ নয়, ভালোবাসা প্রদর্শন করুন, সহমর্মিতা প্রকাশ করায় শ্রেয়। একজন মানুষের শেষ বিদায়ে মানবিক হয়ে গাউসিয়া কমিটির কর্মীরা দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। গত ১ জুলাই নগরীর বহদ্দারহাটস্থ আর.বি কনভেনশন তথ্যকেন্দ্রে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদকে চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম এর সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী ও গাউসিয়া কমিটি দুবাই ইন্টারন্যাশনাল সিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুরের অর্থায়নে আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে দাফন-কাফনে ব্যবহৃত সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব ও করোনা রোগীর দাফন কাফনের প্রধান সমন্বয়ক এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টার, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর আহমদ, আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর বঈদী, গাউসিয়া কমিটি মিডিয়া সেলের সদস্য আহসান হাবিব চৌধুরী হাসান, আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ, এরশাদ খতিবী, গাউসিয়া কমিটি চন্দনাইশ পৌরসভা শাখার সহ-সভাপতি মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, আল-হাসনাইন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক নুর রায়হান চৌধুরী, মুহাম্মদ মুছা খান, হাসান আরিফ প্রমুখ।