আলোকচিত্রী আফতাব হত্যার ফাঁসির আসামি গ্রেপ্তার

3

পূর্বদেশ ডেস্ক

নয় বছর আগে রাজধানীর রামপুরায় ডাকাতি করতে গিয়ে আলোকচিত্র সাংবাদিক আফতাব আহমেদ হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি রাজু মুন্সীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
বুধবার গভীর রাতে দিনাজপুরের ফুলবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানানো হয়।
রাজু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন জানিয়ে সম্মেলনে এটিইউর পুলিশ সুপার হাসানুল জাহিদ বলেন, ‘তার বাড়ি পটুয়াখালী হলেও দিনাজপুরের ফুলবাড়ী থানার সীমান্তবর্তী শালগ্রামে অবস্থান করছিলেন’। ওই এলাকাটি অত্যন্ত দূর্গম জানিয়ে তিনি বলেন, ‘হত্যার ঘটনার পর থেকে রাজু সীমান্তবর্তী এলাকাগুলোতে আত্মগোপন করে থাকতেন’। একুশে পদক পাওয়া আফতাব আহমেদ রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে নিজ বাসায় একাকী থাকতেন। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে তিনি ওই বাসায় খুন হন।
হাসানুল জাহিদ বলেন, ‘বাসায় একা থাকার সুযোগে তার ব্যক্তিগত গাড়ি চালক হুমায়ুন কবির, হুমায়ুনের ভাগ্নে রাজু মুন্সীসহ অন্যরা টাকা লুট করার সময় আফতাব আহমেদ চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে’।
তদন্ত শেষে পরের বছর ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেন র‌্যাব-৩ এর উপ-পরিদর্শক (এসআই) মো. আশিক ইকবাল। খবর বিডিনিউজের