আন্জুমানে রজভীয়া নূরীয়ার ইমামে আহলে সুন্নাত

7

 

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব এবং আন্জুমানে রজভীয়া নূরীয়ার চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী (মু.জি.আ) শান্তি ও সহমর্মিতার ধর্ম ইসলামের শাশ্বত দর্শন প্রচার প্রসারে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহ.) যুগপৎভাবে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন। যুবনেতা মুহাম্মদ ফরিদুল আলম ও যুবনেতা মুহাম্মদ আবু হানিফ রিপনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শাহ্জাদায়ে ইমাম হাশেমী (রহ.) মাওলানা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী (মু.জি.আ)। সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব এবং আন্জুমানে রজভীয়া নূরীয়ার চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নুরী (মু.জি.আ)।
অতিথি ও অলোচনায় অংশগ্রহণ করেন মুফাস্সির আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা ওসমান গনী জালালী, ফটিকছড়ি পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ ইসমাঈল হোসেন, হাফেজ মুহাম্মদ মন্জুর আনোয়ার, মুহাম্মদ তৌহিদ সওদাগর, গাজী মাওলানা মঈনুদ্দীন রেজভী, মাওলানা ওমর ফারুক আজমী, মাওলানা জাফর কামালী, হাফেজ মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মুহাম্মদ এনাম মাইজভান্ডারী, রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, ড. মুহাম্মদ ফারুক, সাবেক মেম্বার মুহাম্মদ মামুন, মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম, সুপার মাওলানা মঈনুদ্দীন, মাওলানা জোবায়ের, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ শাহীন সুজন, মুহাম্মদ আব্দুশ শুক্কুর, শায়ের মুহাম্মদ শাহাদাত হোসাইন, মুহাম্মদ আমান উল্লাহ্, হাফেজ মাওলানা মুহাম্মদ শাহাদাত, আব্দুল্লাহ্ আল দায়েম, মুহাম্মদ আবু সৈয়দ প্রমুখ। বিজ্ঞপ্তি