আকাশসীমার নিষেধাজ্ঞা ওঠাল ভারত-পাকিস্তান

34

পাকিস্তানের বালাকোটে ভারতের এয়ারস্ট্রাইকের পর আকাশসীমায় নিষেধাজ্ঞারোপ করে পাকিস্তান। সব ধরনের ভারতীয় বিমানের ওপর এই নিষেধাজ্ঞারোপ করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর ভারতের আকাশও পাকিস্তানের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়ায় বিমান চলাচলে শুরু হয়েছে স্বাভাবিক পরিষেবা। সরকারি সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তান আকাশসীমায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই ভারতও পরিবর্তিত নির্দেশে তাদের আকাশসীমা খুলে দিয়েছে। পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইকের ১৪০ দিন পর সব অসামরিক বিমানের জন্য আকাশসীমা থেকে নিষেধাজ্ঞা তোলে পাকিস্তান। আগে পাকিস্তান সরকার বলেছিল, যতদিন না দিল্লি তাদের সীমান্তবর্তী এয়ারবেস থেকে সব ফাইটার জেট সরাচ্ছে, ততদিন বন্ধ থাকবে পাকিস্তানের আকাশসীমা।
গত ১৪ ফেব্রুয়ারিতে পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে ঢুকে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। ২৬ ফেব্রুয়া0রিতে পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক করে ভারত । তারপর থেকেই পাক আকাশসীমায় ভারতের বিমান সংস্থাগুলির উড়ানে আংশিক নিষেধাজ্ঞা জারি করে। ভারতীয় উড়ানের জন্য সেদেশের ১১টি রুটের মধ্যে দক্ষিণাঞ্চলের মাত্র ২টি রুট খোলা রাখে পাকিস্তান। পাক আকাশপথে উড়ান নিষিদ্ধ হওয়ার ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হয় এয়ার ইন্ডিয়াসহ ভারতের একাধিক বিমান সংস্থা।