আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

9

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নে প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর আগেই নেতাকর্মীদের নিয়ে শোডাউন ও মিছিল করায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইমরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, প্রতীক বরাদ্দের পূর্বে এক প্রার্থী বিপুল সংখ্যক মানুষ সমাগম করে শোডাউন ও জনসভা করায় স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর বিধি-৫, ৭(ক) ১১(২) সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। তাই প্রার্থীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, মর্মে ৪৮ ঘন্টার মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। শোকজে বলা হয়েছে, প্রার্থী মোহাম্মদ ইমরান ২২ অক্টোবর (শুক্রবার) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত লেমুছড়ি বাজারে বিপুল সংখ্যক জনসমাগম, মিছিল, শোডাউন ও জনসমাবেশ করেছেন। কিন্তু বিধিমালার ৫ মোতাবেক কোন প্রার্থী বা তার পক্ষে কোন রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার করতে পারবেন না।