আইসিএমএবি’র বাজেট পরবর্তী সিপিডি অনুষ্ঠান

17

আইসিএমএবি এর চট্রগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) কর্তৃক আয়োজিত জাতীয় বাজেট ২০২২-২০২৩ পরবর্তী আলোচনা অনুষ্ঠান গত ১৭ জুন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ মিলনায়তনে বিকাল ৫:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান আসাদুর রহমান এফসিএমএ এর স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। মোহাম্মদ নুরুল হুদা সিদ্দিকি এফসিএমএ উপস্থিত সকলের নিকট আগত অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিএমএবি এর ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আলম এফসিএ, এফসিএমএ এবং সেশন পরিচালনায় ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এর প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ। উক্ত প্রস্তাবিত বাজেট এবং সংশোধিত আর্থিক বিল-২০২২ এর উপর নিবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি এর সম্মানীত সচিব এ. কে. এম. কামরুজ্জামান এফসিএমএ এবং ইউনিটেক্স গ্রুপ এর গ্রুপ সিএফও মোহাম্মদ আরিফ এফসিএ, এফসিএমএ এবং আলোচক ছিলেন মো. আব্দুস সাত্তার এফসিএ, এফসিএমএ। প্রবন্ধ উপস্থাপকগণ এ. কে. এম. কামরুজ্জামান এফসিএমএ এবং মোহাম্মদ আরিফ এফসিএ, এফসিএমএ উভয়ে তাঁদের আলোচনায় ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটের বিস্তারিত আলোচনা করেন। তাঁরা উক্ত আলোচনায় বাজেট ২০২২-২০২৩ এর কারিগরি, পরিসংখ্যানিক, সর্বশেষ হালনাগাদকৃত আইন, এসআরও, পরিবর্তিত নিয়ম-নীতিগুলোর উপর ভিত্তি বিস্তারিত বর্ণনা করেন। মো. আব্দুস সাত্তার এফসিএ, এফসিএমএ বাজেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথি ইমতিয়াজ আলম এফসিএ, এফসিএমএ বলেন যে, “দক্ষ ব্যবস্থাপনা এবং সুশাসন নিশ্চিত করা গেলে বাজেট বাস্তবায়ন অসম্ভব নয়”। বাজেট বাস্তবায়ন এবং সরকারের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসন নিশ্চিতকরণ ও কস্ট অডিট বাস্তবায়ন এর উপর তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি বর্তমান মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করে ব্যক্তিগত পর্যায়ে নূন্যতম করমুক্ত আয় ৪০০,০০০/- টাকা করার প্রস্তাব করেন। চট্টগ্রামের উল্লেখ্য যোগ্য সংখ্যক সিনিয়র ফেলো, অ্যাসোসিয়েট এবং সিএমএ সদস্যগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সিবিসি এর সেক্রেটারী এরশাদুর রহমান এফসিএমএ।