আইনজীবী বিজয়া সম্মিলন

76

চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ-২০১৯ এর উদ্যোগে সাড়ম্বরে বার্ষিক বিজয়া সম্মিলন গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়। জাতীয় সঙ্গীত ও আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়গণ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মীয় ভাবগাম্ভীর্যভাবে পবিত্র বেদ, চন্ডী, শ্রীমদভগবত গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন শুরু হয়। সম্মিলন পরিষদের সমন্বয়কারী এড. বিক্রম মিত্রের সঞ্চালনায় সভাপতি এড. নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহামান্য সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগের মাননীয় বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আশীর্বাদক অধ্যাপক শ্রীল রাধা বিনোদ মিশ্র মহারাজের আর্শীবাদ বানী পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সংবর্ধেয় অতিথি ছিলেন বিশিষ্ট গুনীজন ও ব্যাংকার স্যার দিলিপ দাশগুপ্ত, সংবর্ধেয় খ্যাতনামা গুনীশিল্পী ছিলেন সমরজিৎ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৪ এর বিচারক মো: জামিউল হায়দার, চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান, বার কাউন্সিল সদস্য এড. মো: দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা বারের সভাপতি এড. এ.এস.এম বদরুল আনোয়ার, সাধারণ সম্পাদক এড. মো: আইয়ুব খান। অতিথিদের ফুল, ক্রেস্ট, উত্তরীয়, শাল ও মাল্য দানের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক এড. লিটন কান্তি গুহ। শোক প্রস্তাব পাঠ করেন সহ সমন্বয়কারী এড. রুবেল পাল, সংবর্ধেয় অতিথির জীবনী পাঠ করে শোনান বিশিষ্ট আবৃত্তিকার এড. মিলি চৌধুরী, সংবর্ধেয় শিল্পীর জীবনী পাঠ করেন স্মরণিকা সম্পাদক এড. প্রকৃতি চৌধুরী ছোটন। আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তারা মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় নিজ নিজ ধর্ম পালনে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভাতৃত্বপূর্ণ পরিবেশে সফল সম্মিলন অনুষ্ঠানকে চট্টগ্রামের আইনজীবী সমাজ তথা সারা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে উল্লেখ করেন। প্রধান অতিথি বিজয়ার ৩১তম সম্মিলনের বক্তব্যে চট্টগ্রামকে বাংলাদেশের সকল সৌহার্দ্যের ও নেতৃত্বের মূল সূতিকাগার উল্লেখ করে ধর্ম বর্ণ নির্বিশেষে আইন পেশায় সততার সাথে সবাইকে আত্ননিয়োগ করার তাগিদ দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১ম যুগ্ম জেলা জজ মো: জসিম উদ্দিন, ২য় যুগ্ম জেলা জজ রহমত আলী, ৩য় যুগ্ম জেলা জজ সরকার কবির উদ্দিন ও অন্যান্য বিচারকবর্গ, জেলা বারের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিজয়া সম্মিলন পরিষদের সাবেক বর্তমান নেতৃবৃন্দ, বিজ্ঞ আইনজীবী সমাজ, সাংবাদিক, প্রেস ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, রক্তদাতা সহ বিভিন্ন শ্রেণী, পেশার ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি