অসহায়দের রান্নাকরা খাবার বিতরণ

18

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে অসহায়দের মাঝে খাবার বিতরণের মাঝে গতকাল চট্টগ্রাম নগরীর ছয়টি স্থান বহদ্দারহাট, মুরাদপুর, খতিবের হাট, চান্দগাঁও থানা, বাদুরতলা রোড, সুন্নিয়া মাদরাসা রোডস্থ অভুক্ত পথশিশু, ছিন্নমূল, অসহায়দের মাঝে তিনশত প্যাকেট রান্না করা উন্নতমানের বিরিয়ানি বিতরণ করেছে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র। মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জন্মদিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও জশনে জুলুস উপলক্ষে এই খাবার বিতরণ কর্মসূচি। খাবার বিতরণের আগে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের বাসভবনে ফাতেহা পাঠ, কোরআন খতম ও মিলাদুন্নবী (স.) মাহফিল সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দরগাহ সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান ও সুন্নিজগৎ সম্পাদক মাওলানা রেজাউল করিম তালুকদার। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি, অভুক্তদের খাদ্য বিতরণ কর্মসূচির উদ্যোক্তা সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিজিএম (মার্কেটিং) আলহাজ্ব মোহাম্মদ আবদুর রহিম, ডা. মোহাম্মদ মীর হোসেন, কবি দেলোয়ার হোসেন মানিক, শরফুদ্দিন মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ সাফায়েত উদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, কবি ইমাম মো. আবদুল হালিম, মাওলানা মুহাম্মদ আবদুন নুর, মাওলানা জলিল উদ্দিন, মাওলানা আবুল খায়ের, অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস কুতুবী প্রমুখ। মাহফিলে বক্তারা বলেছেন, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ব্যতিক্রমী এই উদ্যোগ প্রশংসার দাবিদার। অভুক্ত, পথশিশু, ছিন্নমূলদের খাবার বিতরণের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (স.) উদ্যাপন ব্যতিক্রমী ও সুন্দর প্রয়াস। রাসুল (স.) এতিমদের প্রতি সহানুভূতি ও দরদী ছিলেন। পবিত্র কোরআন ও হাদিসে এতিমদের অন্ন, বস্ত্র ও সহায়তা দানের কথা বারেবারে উলে­খ আছে।