অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিতেও অধিনায়ক ছিলেন তারা

28

সাত উইকেটে শ্রীলঙ্কাকে হারানোর পর লিগ পর্বে প্রথম স্থান অর্জন করে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসাবে নিউজিল্যান্ডকে পেয়েছে ভারত। হিসাব অনুযায়ী, গ্রুপ পর্বের এক নম্বরের সঙ্গে চার নম্বর মুখোমুখি হবে সেমিফাইনালে। এই হিসেবে এক নম্বর ভারত মুখোমুখি হবে চার নম্বর দল নিউজিল্যান্ডের। এখনও পর্যন্ত ৭টি বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে ভারত। নিউজিল্যান্ড খেলেছে ৮টি সেমিফাইনাল। ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও একই রকম পরিস্থিতি হয়েছিল। সেবার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড।
শুধুমাত্র মুখোমুখি হওয়াই নয়, এই ম্যাচে অধিনায়ক ছিলেন বর্তমান ভারত ও নিউজিল্যান্ড অধিনায়ক বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন। বিরাট ছাড়াও ভারতীয় দল থেকে রবীন্দ্র জাদেজা অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন এবং ট্রেন্ট বোল্ট, টিম সাউদি নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২০৫ রান করে। ভারত জয় পায় ৩ উইকেটে।
আগামী ৯ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দেখার বিষয় ১১ বছর আগের সেই ম্যাচ বিরাট বাহিনীকে কতটা উজ্জীবিত করতে পারে।