অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীর সাথে বিরোধ মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচলে বাধা

40

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করে হানিফ পরিবহনের একটি বাসের চালক ও হেলপার। এ নিয়ে যাত্রীদের সাথে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
যাত্রীবাহী বাসটি সড়কের উপর বাকা করে দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় হানিফ পরিবহনের ওই চালক। প্রায় একঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, যাত্রীবাহী ওই বাসের হেলপার অতিরিক্ত ভাড়া আদায় করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের চালক পুরাতন কলেজ গেইট এলাকায় গাড়িটি সড়কের উপর বাকা করে রেখে দেয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চন্দনাইশ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।