অক্ষয় আমরা আয়োজিত বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহ

86

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র ইন্সপেক্টর আবু জাফর মুহাম্মদ ওমর ফারুক বলেন, আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালে এ প্রতিপাদ্য বিষয়টা সবাই যদি মনে প্রাণে ও অন্তরে বিশ্বাস করে তবেই সমাজের সকল শিশু তার মৌলিক অধিকার ফিরে পাবে। পিতামাতা ছাড়া অন্যকাউকে প্রিয় বন্ধু করা যাবে না। প্রত্যেক শিশুর পিতামাতা হল আসল বন্ধু। একান্ত যদি কাউকে বন্ধু ভাবতে হয় তাহলে শিক্ষকদেরকে বন্ধু ভাবতে হবে। শিশুদের সামাজিক উন্নয়নে সমাজের ধনার্ঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলে, পথ শিশুসহ সুবিধা বঞ্চিত সকল শিশু তাদের সমাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে। শিশুদেরকে মাদক সহ সামাজিক অনৈতিক কর্মকান্ড হতে বিরত রাখতে সমাজের সকল স্তরের সচেতনতা প্রয়োজন। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ পালন উপলক্ষে সামাজিক সংগঠন অক্ষয় আমরা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্তি করেন। সংগঠনের কার্যকরী সভাপতি রাকিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাদিরা সুলতানা হেলেন। ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক ও ঝাউতলা ডিজেল কলোনী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাহ মজুমদার, ঝাউতলা বাজার কমিটির উপদেষ্টা আব্দুল মতিন, পরিচালক হাজী মুহাম্মদ নাছির উদ্দিন, ওব্যাট হেল্পারস চট্টগ্রামের প্রজেক্ট কর্মকর্তা মো. মোস্তাক ও ওব্যাট প্রাইমারি স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ইসরাত পারভীন। স্বাগত বক্তব্য রাখেন অক্ষয় আমরা গ্রুপের প্রতিষ্ঠাতা অন্তর মাহমুদ রুবেল। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সংগঠক আশিক আরেফিন। বিজ্ঞপ্তি