অকাস : অস্ট্রেলিয়ায় ফিরছেন ফ্রান্সের রাষ্ট্রদূত

1

 

ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে নতুন একটি নিরাপত্তা জোট গঠন করায় ক্ষুব্ধ প্যারিস অস্ট্রেলিয়া থেকে ডেকে পাঠানো রাষ্ট্রদূতকে ক্যানবেরায় ফেরত পাঠাচ্ছে। বুধবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-যুব লে দ্রিয়ান এ কথা জানিয়েছেন। রাষ্ট্রদূত অস্ট্রেলিয়ায় ফেরত গিয়ে দেশটির সঙ্গে সম্পর্ককে ‘নতুনভাবে সংজ্ঞায়িত’ করার পাশাপাশি বাতিল হয়ে যাওয়া সাবমেরিন চুক্তির বিষয়ে ‘ফ্রান্সের স্বার্থ সুরক্ষায়ও’ কাজ করবেন, বলেছেন তিনি।
বিবিসি জানিয়েছে, ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন পেতে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ৯০ কোটি ডলারের বেশি খরচ করেছে, চুক্তি বাতিল করায় তাদেরকে এখন ন্যূনতম আরও ২৮ কোটি ৮০ লাখ ডলার দিতে হবে বলেও ধারণা করা হচ্ছে।