হেমন্তকাল

146

ফিরে এলো হেমন্তকাল
ফুল ফসলের ঘ্রাণে
পাক পাখালির মধুর গানে
সুখের পরশ প্রাণে।

রোজ সকালে ফুল বাগানে
মৌমাছিদের মেলা,
ফুলপোশাকে প্রজাপতি
নিত্য করে খেলা।

ভোরের শিশির মুক্তো সাজে
ঘাসের ডগায় পড়ে
তৃণলতা পুবের হাওয়ায়
মৃদুমন্দ নড়ে।

পাকা ধানের ছড়া দেখে
চাষির মনে হাসি,
ফুল ফসলের হেমন্তকাল
ভীষণ ভালোবাসি।